গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা সবাই মুক্ত। শুধু সাধারণ মানুষ নয়, ফ্যাসিস্ট হাসিনা সরকার সাংবাদিকদেরও লেখনি ক্ষমতা কেড়ে নিয়ে শৃঙ্খলিত করে রেখেছিল।সারাদেশে আমার সাংবাদিক ভাইয়েরা সত্যটা লিখতে পারত না। সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ, তাই সবার মতো ফ্যাসিস্ট হাসিনার কোবল থেকে আপনারাও মুক্ত। স্বাধীনভাবে আপনারা সমাজের দুর্দশা তুলে ধরবেন।
সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ বগুড়ার শেরপুর উপজেলা শাখার আয়োজনে বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ লটারি ড্র ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা কথা বলেন, শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো, আব্দুল মোমিন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সেটকম পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুরর উপজেলা শাখা কমিটির সভাপতি উৎপল মালাকার। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো, সুবায়দুল ইসলাম।
এর আগে অনুষ্ঠানটির উদ্বোধনী বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো, আব্দুস সালাম মীর।
এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শেরপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সনাতন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য মো, জাকির হোসেন রনি মপ্রমূখ।