বগুড়ার শেরপুর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অদ্য (১৭ আগস্ট ) সোমবার বাদ আছর বগুড়া জেলা পরিষদের সদস্য ও শেরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাঃ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর আয়োজনে তার নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর শহরের উলিপুর আমেরিয়া সমতূল্য মহিলা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ একেএম সাইফুল ইসলাম।
এসময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জনাব বদরুল ইসলাম পোদ্দার ববি সাংগঠনিক সম্পাদক শেরপুর উপজেলা আওয়ামীলীগ। মোঃ আবু বক্কর সিদ্দিক সাবেক সাধারন সম্পাদক উপজেলা ছাত্রলীগ, মোঃ সোহেল রানা সাধারন সম্পাদক শেরপুর উপজেলা ছাত্রলীগ, আবু রায়হান জন সাধারন সম্পাদক আমরা মুক্তি যোদ্ধার সন্তান শেরপুর উপজেলা শাখা, মনিরুজ্জামান মনি সহসভাপতি শহর যুবলীগ। এছারাও আরও উপস্থিত ছিলেন যুবলীগ ও ছাত্রলীগের অন্ন্যান্য নেতৃবৃন্দ।