ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভারতীয় সীমান্তে অবস্থিত যশপুর এলাকায় মোঃ জয়নাল আবেদীন (৪০) নামের এক ভুয়া এনএস আই কর্মকর্তা পরিচয় দানকারী সদস্য কে আটক করেছে বিজিবি। বুধবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে এগারোটায় গোপন সূত্রের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে উত্তর যশপুর মুন্সী আবুল খায়েরের ছেলে।গার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানিয়েছেন আটককৃত ভুয়া পরিচয় দানকারী কর্মকর্তা জয়নাল গত ২০ দিন ধরে ভারতীয় সীমান্তে অবস্থান করে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এনএস আই লগো ব্যবহার করে বিজিবি ক্যাম্পে ফোন করে নিজেকে ফেনী জেলার সোনাগাজী দায়িত্বরত এনএস আই কর্মকর্তা বলে সীমান্তে চোরাই পথে অবৈধভাবে মালামাল ঢুকছে বলে দাবি করে সতর্ক অবস্থান নিতে চাপ সৃষ্টি করে। বেশ কিছুদিন ফোনে ভুল তথ্য দিয়ে চোরাচালান কারবারিদের সাথে হাত করে সীমান্তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পরে বিজিবি সন্দেহ হলে তাকে অবস্থান সনাক্ত করে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৩ টায় তাকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয় ।ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, ভুয়া এনএস আই কর্মকর্তা পরিচয় দানকারী আমি নিজেকে গত কয়েকদিন ধরে ফোন দিয়ে সীমান্ত নিয়ে ভুল তথ্য দিয়ে হয়রানি মূলক কাজ করেন। পরে তাকে বিজিবি লিখিত অভিযোগ দায়ের করে থানায় হস্তান্তর করে।