এখনো প্রকাশ্যে ফেনী শহর দাপিয়ে বেড়াচ্ছে নিজাম হাজারীর নির্বাচন প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক, পশ্চিম ডাক্তারপাড়ার বাসিন্দা ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জাহান স্টিলের মালিক শাহ আলম।
নিজেকে নিজাম হাজারীর কাছের লোক পরিচয় দিয়ে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছেন এই শাহ আলম। আ’লীগ ক্ষমতায় থাকাকালে তার চাঁদাবাজিতে ফেনী শহরের বাসিন্দা ও ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিল। বিগত দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর প্রচার প্রচারণা কমিটির
প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আ.লীগ নেতা শাহ আলম।
দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে, শাহ আলম ফেনী আ’লীগের অন্যতম নেতা ছিলেন। নিজাম হাজারীর নির্দেশেই তাকে প্রচারণা কমিটির “মিডিয়া সেল”-এ অন্তর্ভুক্ত করা হয়।
শাহ আলম নিজের পরিচয় গোপন করে ফেনীতে আ’লীগ নেতাকর্মীদের সংগঠিত করে যাচ্ছেন। তার নেতৃত্বে যেকোন সময় ফেনীতে নাশকতা বা বড় ধরনের শোডাউন করতে পারে আ’লীগ।
ফেনী থেকে নিয়মিত বিভিন্ন তথ্য বিদেশে থাকা আ’লীগ নেতাকর্মীদের মাঝে পাঠিয়ে দিচ্ছেন শাহ আলম।
এদিকে তার মতো চিহ্নিত ফ্যাসিবাদের দোসর এখনো বহাল তবিয়তে থাকায় বিস্ময় প্রকাশ করেছেন ফেনী জেলা বিএনপি ও এনসিপির কয়েকজন নেতা। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান নেতৃবৃন্দ।