নিষিদ্ধ সংগঠন বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান শুভ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।আরিফুর রহমান শুভ পৌরশহরের নয়াপাড়া মহল্লার মৃত জিল্লুর রহমান মাস্টারের ছেলে।এছাড়াও উপজেলার কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে (নিষিদ্ধ) ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম (৩২) এবং পৌরশহরের উলিপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ছাত্রলীগ নেতা মোঃ আবু বক্কর সিদ্দিক মৃদুল (২৬) কে গ্রেফতার করা হয়েছে।রবিবার (২২ জুন) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা বৈষম্য বিরোধী আন্দোলনের উপর হামলা ভাংচুর লুটপাটসহ নাশকতা মামলার আসামি ছিলেন।থানা সুত্রে জানা গেছে, আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।