1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে বিস্ফোরণ ও নাশকতা মামলায় প্রধান গ্রেফতার  বগুড়ার শেরপুরে একটি পুকুর নিয়ে কাড়াকাড়ি থানায় অভিযোগ  শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ 

বগুড়ার শেরপুরে একটি পুকুর নিয়ে কাড়াকাড়ি থানায় অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ৩০ জুন, ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল মৌজায় ১নং খাস খতিয়ানের ২২৫ দাগে ১ একর ৯০ শতাংশের একটি পুকুর মালিকানা দাবী করে হামলার ঘটনায় নারী পুরুষসহ ১৭ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কোহিতকুল মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিশালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর মোহাম্মদ নান্নু। নুর মোহাম্মদ জানান, কহিতকুল মৌজার ১নং খাস খতিয়ানের ২২৫ দাগে ১ একর ৯০ শতাংশ পুকুরটি সরকারি নিয়ম মেনে ২০০০ সাল থেকে কহিতকুল মৎস্যজীবী সমিতির নামে ইজারা নিয়ে মাছ চাষ করা হয়।

এমতাবস্থায় গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টার দিকে পুকুরটি নিজেদের দাবী করে মোহসিন আলী, মিজানুর রহমান ও আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একদল দূর্বত্ত লোহার রড বাটাম এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে করে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এদিকে সকল অভিযোগ অস্বীকার করে বিশালপুর ইউপির ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অভিযুক্ত মোঃ আবু তালেব জানান, পুকুরটি খাস সম্পত্তি নয়। বতর্মান সময় সকল খাস সম্পত্তির তথ্য ইন্টারনেট সার্চ করলেই পাওয়া যায়। ইন্টারনেট সার্চ করে দেখুন ওই সম্পত্তি খাস বরং আমাদের নামে রেকর্ড খুজে পাবেন। মূলত ওই পুকুরটি ছিল জমিদারদের। আমার বাবা দাদারা জমিদারদের নিকট থেকে পুকুরটি লিজ নিয়েছিল এবং জমিদারদের দেওয়া খাজনার রশীদ এখনো আমাদের কাছে সংরক্ষিত আছে। পরবর্তীতে জমিদারী প্রথা বিলুপ্ত হলে বাবা দাদারা খাজনা খারিজ করে নিয়ে ভোগ দখল করে আসছিল। এরই ধারণকারীকতায় ৬২ এর রেকর্ড মিস হয়ে যায়। তখন আমরা আইনের আশ্রয় নিয়ে তৎকালীন সরকার পক্ষ জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দায়ের করি। সেই সময় আদালত আমাদের পক্ষে রায় দেয়। এসব কিছুর পেপারসপত্র আমাদের আছে। কিন্তু ১৯৯৯ সালে আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে অভিযোগকারী নান্নুর পরিবারের প্ররোচনায় তৎকালীন সংসদ সদস্য প্রয়াত ফেরদৌস জামান মুকুল ক্ষমতার জোড়ে প্রথম এই পুকুর ডাকে উঠায়। ওই সময়ে নান্নুরা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এরপর ২০০১ সালে বিএনপির শাসনামলে আমার চাচা বর্তমান প্রয়াত আয়েন উদ্দিন পুণরায় পুকুরটি দখলে নেয় এবং ভোগ দখল করতে থাকে। ক্ষমতার পালাবদলে আবারও আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে আমাদের বিভিন্ন ভয়ভীতি এবং হুমকিধামকি দিয়ে আবারও পুকুরটি দখলে নিয়ে আওয়ামীলীগের বিভিন্ন লোকজন ভোগ করেছে।

আমরা বিভিন্ন সময় এসিল‍্যান্ড অফিসে ধরণা দিয়েও প্রতিকার পাইনি।৫ আগস্টে পটপরিবর্তনের পরেও আওয়ামীলীগের দোসরদের সঙ্গে বিএনপিতে অনুপ্রবেশকারী নান্নু দখলবাজি চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আবু তালেব আক্ষেপ প্রকাশ করে বলেন, ১৯৯৯ সালে ওই পরিস্থিতি সৃষ্টি করেছিল অভিযোগকারী নান্নুর পরিবার। কারণ তখন তাঁরা আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। বিএনপিতে নিজের নাম লিখিয়ে নান্নু বতর্মানেও দখলবাজি চাঁদাবাজির সঙ্গে জড়িত।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান,সরকারী ইজারাভূক্ত পুকুর মালিকানা দাবী করার সুযোগ নেই। ওসি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম মইনুদ্দিন বলেন, ঘটনা জানার পরই পুলিশ পাঠিয়েছিলাম। বতর্মানে তদন্তাধীন রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD