সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীকে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচিতি পর্ব। বিভাগগুলোতে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য আজিজুল হক চৌধুরী, আশরাফুল এন.বি. চৌধুরী।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাসরিন আক্তার ও সহকারী অধ্যাপক সুজিত কুমার’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য জাফর হোসেন মজুমদা, আব্দুল আল ফয়সাল, ৫নং মহামায়া ইউনিয়নের প্রশাসক হারুন আর রশিদ, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য সাইদুর রহমান রিয়াদ, বিআরডিবির ভাইস চেয়ারম্যান আব্দুল মমিন ভূঁইয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের সরকারি অধ্যাপক নুর আমিন ভূঁইয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাংবাদিক শেখ কামাল,চ্যানেল এস এর ফেনী জেলা প্রতিনিধি ও কলেজের সাবেক ছাত্র কাউসার হামিদ সিকদার পিনু, কলেজ ছাত্র রাসেল, সাগর, নুরুল ইসলাম, সাইফুল্লা রাহাত, নবীন ছাত্র আব্দুল হক অনিক, নাসফিয়া সুলতানা প্রমুখ।
এতে বক্তারা বলেন, আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।