ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দক্ষিন সোনাপুর আলেবকস হাজীবাড়ীতে প্রবাসী হাজী আবদুল মান্নান হারুনের ঘরে রবিবার ভোর রাতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ঘরের মালিকের তথ্যমতে প্রায় ৪ভরি স্বর্ণালংকার ৭০হাজার টাকা, ইলেকট্রনিক্স পন্য ও ক্রোকারিজ এবং কম্বল মিলিয়ে প্রায় ১২লাখ টাকার মালামাল নিয়ে যায় চোর। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরের মালিক প্রবাসী হাজী আবদুল মান্নান হারুন জানান, আমার ছেলে লিভার সিরোসিসে আক্রান্ত, তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার কাজে ব্যস্ত থাকা অবস্থায় ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে চোর প্রবেশ করেছে। তিনি আরো বলেন, আমি মানসিক ভাবে দূর্বল হয়ে পড়েছি , কি করবো বুজতে পারছিনা, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।