ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়। বুধবার বই বিতরণ কর্মসূচীর উদ্বোধনকালে কলেজ ছাত্রদলের সভাপতি তানজিলুল হক মিয়াজী জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর পক্ষ থেকে উপহার স্বরুপ কিছু শিক্ষার্থীর মাঝে বই প্রদান করা হয়। কলেজ ছাত্রদলের এমন মানবিক উদ্যোগে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ’র সদস্য এএসএম কামরুল সহযোগিতা করেছেন বলেও জানান তিনি। প্রতিহিংসা কিংবা প্রতারণা নয় ভালোবাসা দিয়েই হবে আগামীর রাজনীতি এমন মন্তব্য করে তানজিলুল হক মিয়াজী জানান, সাধারণ শিক্ষার্থীদের উপকারের কথা মাথায় রেখে কলেজ ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও মানবিক ও ইতিবাচক কার্যক্রম চলমান রাখবে।