এফ ফর ফেনী ও ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের এক ফ্যাস্টিবল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে ছাগলনাইয়া স্পোর্টস এরিনা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহবায়ক মুন্সী রফিকুল আলম মজনু’র পৃষ্ঠপোষকতা খেলায় অংশগ্রহণ করেন উপজেলা ৫ টি ইউনিয়ন, ছাগলনাইয়া সরকারি কলেজ, পৌরসভা, ছাগলনাইয়া ইসলামিয়া মাদ্রাসা সহ মোট ৮ টি দল।
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ও অনলাইন জুয়া থেকে বিরত রাখতে যুবসমাজের প্রতি আহবান রেখে ফুটবল ফ্যাস্টিবল এর আয়োজন করেন আয়োজক কমিটি। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজি নয়নের সঞ্চালনায় ফুটবল ফ্যাস্টিবল উদ্বোধন করেন পৌর বিএনপি আহবায়ক মো. ইউসুফ মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুজ্জামান কামরুল, পৌর বিএনপি সদস্য সচিব আবদুল লতিফ, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক শাহজাহান মজুমদার আজাদ, আবদুল মোমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব মো. আলমগীর, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. শহীদ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফ শেখ, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল বাবলু, সদস্য সচিব গাজী ইকবাল, যুগ্ন আহবায়ক আরাফাত মুন্না, ১ নং সদস্য মো. এহতেশামুল হক জার্দানী, আবদুল হক চৌধুরী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইয়াছিন শিকদার প্রমুখ।