বগুড়ার শেরপুর উপজেলার সিমান্তবর্তী সিমাবাড়ী ইউনিয়নের বগুড়া বাজার নামক এলাকায় রাস্তা পারাপারের সময় আনারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । অদ্য (২০ আগস্ট) বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম শ্যামগাতী গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং পেশায় একজন ভ্যান চালক ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে শেরপুর গাড়িদহ হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ (আইসি) মোঃ আশরাফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিতু এন্টার প্রাইজ নামের একটি বাস যার নম্বর (ঢাকা মেট্রো ব-১৩-১৫০৭) এর সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পার্শ্বে পড়ে যায়। এসময় এলাকাবাসি তাকে উদ্ধার করে নিকটস্থ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন। এবং দূর্ঘটনাকবলিত গাড়িটি বতর্মানে হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।