বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর পুজা উদযাপন ফ্রট এর আয়োজনে বিএনপির চেয়ারপারসন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী এবং আপোষহীন নেত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার পরম শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৮ টায় শেরপুর কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির অঙ্গনে এই বিশেষ প্রার্থনা ও শোক সভার আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর পুজা উদযাপন ফ্রট এর নেত্রবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে মহীয়সী এই নেত্রীর আত্মার শান্তিকল্পে পবিত্র গীতা পাঠ করা হয়।
এরপর সভায় উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বীরা ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই চেতনার আলোকে সর্বশক্তিমান ঈশ্বরের নিকট প্রয়াত নেত্রীর আত্মার চিরশান্তি কামনায় একযোগে প্রার্থনা করেন। এছাড়াও প্রার্থনা ও শোক সভায় শেরপুর উপজেলা পুজা উদযাপন ফ্রট এর আহ্বায়ক বাবু জয় কিশোর মুন্সীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জনি
দত্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুজ্জামান পলাশ। এসময় উপজেলা ও পৌর উদযাপন ফ্রট এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।