বগুড়ার শেরপুরে ইউনিভার্সাল ক্লাবের উদ্যোগে শীতার্ত গরীব অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার শহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামে এই কম্বল বিতরণ করা হয়।
বিষয়টি নিয়ে স্থানীয়রা দৈনিক প্রথম সময়কে জানান, ধড়মোকাম গ্রামের সৃজনশীল যুবসমাজ ইউনিভার্সাল ক্লাব প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিকমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে।
সামাজিক এই সব কর্মকাণ্ডের অংশ হিসাবে ক্লাবটির উদ্যোগে গরীব অসহায়দের মাঝে আজ কম্বল বিতরণ করা হলো। তাদের এসব সামাজিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন ওই এলাকার সুধীজনেরা।
ধড়মোকাম ইউনিভার্সাল ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ রিফাত ও সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার সমাজসেবক, বিত্তবান এবং জনপ্রতিনিধিদের অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতা কামনা করেন তাঁরা।
এস সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ দুলাল সরকার, মোঃ আবুল বাশার, আবু হুরাইরা রোমান, মোঃ মারুফ ইসলাম, মোঃ শিহাব হোসেন প্রমূখ।
সার্বিক সহযোগিতার জন্য সিঙ্গাপুর প্রবাসী মোঃ কাওসার হাবিব, রাকিবুল হাসান পলাশ, সাকিব এবং মুরাদসহ সকল শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।