“তুচ্ছ নয় রক্তদান,বাঁচাতে পারে একটি প্রাণ”
রক্ত দিলে হয়না ক্ষতি,জাগ্রত করে মানবিক অনুভুতি,
যদি হই রক্তদাতা,জয় করবো মানবতা”
মানবতার টানে,ভয় নেই রক্তদানে”
এই স্লোগান কে সামনে রেখে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ছাগলনাইয়া জমাদ্দার বাজারে সিএফসি রেষ্টুরেন্টে সম্পূর্ন অরাজনৈতিক সেচ্ছাসেবি সংগঠন অনুসন্ধান ব্লাড ব্যাংক’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পদার্পন অনুষ্ঠানে বক্তারা বলেন। ব্লাড ব্যাংক রক্তের ফেরিওয়ালা হয়ে কাজ করছে, অনুসন্ধান ব্লাড ব্যাংক যে সেবা দিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান এমন একটা সম্পর্ক যা দিয়ে সম্প্রীতি বজায় রাখা সম্ভব।
এসময় উপস্থিত ছিল অনুসন্ধান ব্লাড ব্যাংক’র উপদেষ্ঠামন্ডলির অন্যতম সদস্য কাজী মনির আহমেদ খোকন, মোঃ আবদুল মোমিন ও উক্ত ব্লাড ব্যাংক’র অন্যতম কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন সহ প্রমুখ

অনুসন্ধান ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ রুবেল’র তত্ববধানে ও সাবেক সভাপতি জেবল হক, সাধারণ সম্পাদক শহীদ শহীদুল্লাহ্, কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্ঠা মন্ডলি এর সমন্বয়ে আগামী ২০-২১ এক বছরের জন্য সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সাজ্জাদুর রহমান সুজন, সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান মিশু, সহ-সভাপতি কাউছার হামিদ শিকদার পিনু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার, সহ-সাধারণ সম্পাদক রুচিরা আক্তার ও শাহদাত হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ শাহীনুর রাহিম শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক আবদুর রহিম সজিব, সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিয়াজ, প্রচার সম্পাদক সাকিবুল হাসান মজুমদার, সহ প্রচার সম্পাদক কাউছার হামিদ মুন্না, অর্থ সম্পাদক আবু জোবায়ের মজুঃ, সহ সম্পাদক মাহতাব উদ্দিন অপু, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, সহ সম্পাদক আনোয়ার হোসেন ফাহাদ, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক খালেদ আবদুল্লাহ্, সহ সম্পাদক নুরুল আফছার, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পিয়াস, সহ সম্পাদক মোঃ আরাফাত ও সৌভন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার প্রীতি, শিক্ষা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লিজা, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জাবেদ চৌধুরী, সহ সম্পাদক ইসমাঈল হোসেন ভুঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবিএম ওমর ফারুক, সহ সম্পাদক শাখাওয়াত হোসেন সাব্বির, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অংকুর দাস, সহ সম্পাদক সোহেল সিদ্দিক পাটোয়ারী মুন্না ও টুটুল ভুঁইয়া। কার্যকরি সদস্য নাছির উদ্দিন মোল্লা, মোঃ সালাহ্ উদ্দিন, আবদুল্লাহ্ আল নোমান, শাকিল খোন্দকার, ইমরান হোসেন রকি, আবদুল আলিম, জাহিদুল ইসলাম বাপ্পি, আহমেদ মুছা, আরফিন হোসেন ফারহাবি, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ফাহিম, ইয়াছিন শিকদার, জেমিমা হায়দার সুস্মিতা, আবদুল আলিম মজুঃ শান্ত, সুলতানা মিমি, শাহরিয়া আহমেদ পুলক, আবদুল হাকিম দিদার, আফরিন সাগর, আবদুল্লাহ্ আল্ মাসুম, আবদুল্লাহ্ আল্ মহসিন, মোঃ আশরাফুল ইসলাম, নাছিম মজুঃ, আবদুল মোমিন শাকিল, বেলাল হোসেন রাব্বি, দেলোয়ার হোসেন, নুর উদ্দিন তুহিন (সোনাগাজী), সাফায়েত হোসেন রিফাত (ঘোপাল), মুজিবুল হক, রিদোয়ান হোসেন তানিম, হাসান তারেক (শিলুয়া), তাহলিল ইবনে নূর, মোঃ সাগর (বক্তার হাট), শাহদাত হোসেন পিপলু, কাজী মোঃ সোহেল, আলতাফ হোসেন সাজু, মোঃ শুভ (বক্তারহাট), মেহেরাজুল ইসলাম, মোঃ জুয়েল, আবদুল আল্ মামুন (দক্ষিন আঁধার মানিক), ইসরাফিল হাসান, কামরুল হাসান রিগান, মাহমুদুল হাসান সাকিব, আরাফাত হোসেন মুন্না, মেহেরাজ হোসেন অপু, আবুল হাসির লোট্র, নেওয়াজ আহমেদ শামিম, আজাদ পাটোয়ারী (প্রবাসী), শহিদুল আলম (শিক্ষক), শাহাদাত হোসেন নিশানকে মোট ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পদার্পন উপলক্ষে কেক কাটা হয়।

এই সংগঠনটি সাজিদ রুবেলের উদ্ব্যেগে ২০-২৫ জন তরুণ যুবকদের নিয়ে ২০ই আগষ্ট ২০১৬ সালে অনুসন্ধান ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকালে প্রথম কমিটির সভাপতি সাজিদ রুবেল সাধারণ সম্পাদক শাহাদাত উল্লাহ কে দিয়ে গঠন করা হয়,এই কমিটির মেয়াদ থাকা অবস্থায় সাজিদ রুবেল প্রবাসে চলে যাওয়ার সময় শহিদুল্লাহ কে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব বুঝেয়ে দেন।তার পরবর্তী কমিটি কামাল উদ্দিন কে সভাপতি করে শহিদুল্লাহ্কে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই কমিটি কিছুদিন যাওয়ার পর কামাল উদ্দিন বিদেশ চলে যাওয়া ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সিনিয়র সহ সভাপতি জেবল হক পোদ্দার কে।এবং পরবর্তীতে মাসিক সভায় জেবল হক পোদ্দার কে সভাপতি এবং শহিদুল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হয়। তাদের নেতৃত্বে এই সংগঠন হেঁটে হেঁটে পাঁ পাঁ করে ৫ম বৎসরে পদার্পণ করলো।
এই পর্যন্ত অনুসন্ধান ব্লাড ব্যাংক এর মাধ্যমে সকল সেচ্ছাসেবীগন প্রায় ২১০০ একুশ শত ব্যাগের অধিক রক্ত দান করেন। এবং কি দেশের সকল দুর্যোগময় অবস্থা সরকারের পাশাপাশি এই স্বেচ্ছাসেবী সংগঠন টি দেশের জনগণের জন্য সকল ধরনের কাজে সহযোগিতা করে আসছেন।
এবং সকল প্রকার প্রাকৃতিক দূর্যোগ সহ মানবিক কাজে সেচ্ছায় ঝাপিয়ে পড়েন