বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর পৌর উত্তরবাহিনী মহাশ্মশ্বানে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতদেহ সৎকার ব্যবস্থাপনায় যারা নিয়োজিত থাকবেন তাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। অদ্য (২৬ আগস্ট ) বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু এবং পৌর শ্মশ্বান কমিটির যুগ্ম সম্পাদক সুজিত বসাকের হাতে এই স্বাস্থ্য সামগ্রী প্রদান করেন। স্বাস্থ্য সামগ্রী এই প্যাকেজের মধ্যে রয়েছে পিপিই, জীবানুনাশক স্প্রে মেশিন, ব্লিচিং পাউডার, হ্যাণ্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক, ও হান্ড গ্লোভস্ । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহজামাল সিরাজী সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, করোনায় আক্রান্ত মরদেহ সৎকারে যেন অনাকাংখিত কোনো পরিস্থিতি না ঘটে এবং মরদেহ সৎকারে নিয়োজিত কর্মীগণ স্বাস্থ্য ঝুকিতে না পড়ে সেজন্য এই স্বাস্থ্য সামগ্রী এবং জীবাণুনাশক স্প্রে মেশিন প্রদান করা হলো। তিনি করোনা ভাইরাস থেকে বাাঁচতে সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। এসময় পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ কে ধন্যবাদ জানান।