ফেনী ছাগলনাইয়া শুভপুরে প্রতিবেশির চাচা চলাচলের রাস্তায় খুঁটি দিয়ে বাঁধাসৃষ্টি / দৈনিক প্রথম সময়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ :
রবিবার, ৩০ আগস্ট, ২০২০
প্রতিবেশীর চলাচলের রাস্তায় খুঁটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড জয়চাঁদপুর এলাকার জমাদ্দার বাড়ির মৃত নাজিউর জামান এর পুত্র আবুল বশরের বিরুদ্ধে।
এঘটনায় ভুক্তোভোগী একই বাড়ির আবুল কাশেম এর পুত্র কুয়েত প্রবাসী মোশারফ হোসেন বাদী হয়ে এলাকার জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ প্রদান করলেও কোন সুরাহা না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছে।
অভিযোগ সূত্রে জানাযায়, বাদী বিবাদী একই বাড়ির সম্পর্কে চাচা ভাতিজা। দীর্ঘদিন জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের মিমাংসা হলেও গত কয়েকদিন ধরে আবারও বাড়ির চলাচল নিয়ে একে অপরকে দোষারোপ দিয়ে যাচ্ছে। তারই রেশ ধরে চাচা আবুল বশর বাড়ির একমাত্র মাধ্যম চলাচলের রাস্তায় খুঁটি দিয়ে বাঁধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবুল বশর ও তাঁর দুই পুত্র মোঃ ইমাম হোসেন ও মোঃ জাবেদ হোসেন জানান, আমরা একই বাড়ির বাসিন্দা. আমরা রাস্তায় খুঁটি দিয়েছি সত্য, কারন বাড়ির রাস্তায় রিক্সা চলাচল করলে রাস্তাটি খারাপ হয়ে যায়। চলাচলের রাস্তায় খুঁটি দেওয়ার অধিকার আইনে আছে কিনা জানতে চাইলে তাঁরা বলেন সেটা আমরা জানিনা। এবিষয়ে জানতে চাইলে ওয়ার্ড মেম্বার ফজলুল হক সজিব বলেন, কুয়েত প্রবাসী মোশারফ হোসেন খুব সৎ ও নিষ্ঠাবান মানুষ। রাস্তায় খুঁটি দেওয়া কোন সভ্য মানুষের কাজ হতে পারেনা। তাঁর চাচা আবুল বশর প্রবাসী মোশারফ হোসেন’র পরিবার’র প্রতি অন্যায় করা হচ্ছে। কেন এমন করছে জানা নেই, তবে ইউপি চেয়ারম্যান সহ বসে এটার একটা সমাধান করার চেষ্টা করব। ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান বলেন, সামাজিক ভাবে এলাকার চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বসিয়ে সমাধান করা উচিত বলে মনে করি. তবে চলাচলের রাস্তায় খুঁটি দিয়ে তারা অন্যায় করেছে।
ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ্ সেলিম বলেন, খুঁটি দেওয়ার বিষয়টি শুনেছি। আমি বিবাদী আবুল বশরকে অবহিত করেছি খুঁটি গুলি সরিয়ে পেলার। চলাচলের রাস্তায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনা। তিনি আরো বলেন, আমি স্বয়ং সরেজমিনে গিয়ে এবিষয়ে সমাধান করার উদ্যোগ গ্রহন করব।