বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অভিযোগ করে বলেছে, ছাত্রলীগ সন্ত্রাসীদের জন্য ভিন্ন মতাবলম্বীদের জীবন আজ সংকটাপন্ন।
শনিবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদল নেতা সজিব রায়হানকে কুপিয়ে মারাত্মক আহত করার প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ অভিযোগ করেন।
গত শুক্রবার রাত ৩টায় সজিবের নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, পুরান ঢাকায় বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে এবং সিলেটে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ছাত্রলীগ তাদের প্রকৃত রূপ তুলে ধরেছিল। তারই ধারাবাহিকতায় একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ।
তারা বলেন, গত শুত্রবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদল নেতা সজিব রায়হানের উপর বর্বর হামলা তারই একটি উদাহরণ। ছাত্রলীগ সন্ত্রাসীদের জন্য ভিন্ন মতাবলম্বীদের জীবন আজ সংকটাপন্ন। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অস্ত্র প্রশিক্ষণের আলোচিত সেই ঘটনা যেখানে ছাত্রলীগের এক নেতা সাবেক দুই নেতাকে বনের মধ্যে পিস্তল চালাতে শিখাচ্ছে। সেই প্রশিক্ষণ সারাদেশে ছড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। তাদের হাত থেকে ছাত্র-শিক্ষক এবং সাধারণ জনগণ কেউই রেহাই পাচ্ছে না। মানুষ এখন জঙ্গিবাদের সাথে তাদের তফাৎ কোথায়- জানতে চায়?
নেতৃদ্বয় অবিলম্বে ছাত্রদল নেতা সজিব রায়হান এর উপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।