ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ’র বিচক্ষণতায় ছাগলনাইয়া থেকে অপহরিত তিন মাসের শিশু জুনায়েদ কে ১৮ ঘন্টার শ্বাসরুদ্ধকার অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়। ২০ সেপ্টম্বর বিকেলে ছাগলনাইয়া থেকে শিশুটিকে অপহরণ করেন এক নারী। তারপর থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠে।
২১ সেপ্টেম্বর রাত সাড়ে তিন টায় ফেনী সোনাগাজী থেকে শিশুটি উদ্ধার করে সকালে মায়ের কোলে ফিরিয়ে দেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ।
উক্ত বিষয়ে ছাগলনাইয়া থানার এফবি পেইজে একটি স্ট্যাটাস দেওয়া হয়, পাঠকদের সুবিধার্থে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ১৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান ; একটি সফল তদন্তের পরিসমাপ্তি .অপহৃত শিশু বাচ্চাটি উদ্ধার, ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম মহোদয়ের বিশেষ দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল, জনাব নিশান চাকমা ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ,
পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মাহবুবুর রহমান, পিপিএম এবং ডিবি ফেনী ও সোনাগাজী থানা পুলিশের সহযোগীতায় ফেনী জেলায় রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করিয়া সোনাগাজী চর খোয়াজ এলাকা হইতে অপহৃত শিশু বাচ্চা জুনায়েদ হোসেন (তিন মাস) কে উদ্ধার সহ অপহরণ কারী নারীকে গ্রেফতার করা হয়।