ফেনী ছাগলনাইয়া উপজেলা ৫নং মহামায়া ইউনিয়নে’র মনুরহাট বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় মনুরহাট বাজারে সেট ঘরে। বাজার কমিটির উদ্যোগে উন্নয়ন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মনুরহাট বাজার কমিটির সভাপতি ও মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশা হোসেন বাদশাহ চৌধুরী, বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ১ নং ওয়ার্ডের মেম্বার ওবায়দুল হক মজুমদার, বাজারের ব্যবসায়ী জাফর হোসেন মজুমদার, আব্দুল হালিম, বক্কর সদাগর, নবী, আমিন, কপিল মাস্টার সহ বাজার এর সকল ব্যবসায়ী গণ।
এই সময় বাজারের কমিটির সভাপতি ও মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশা হোসেন বাদশাহ চৌধুরী, তার বক্তব্যে বলেন বাজারের উন্নয়নের লক্ষে কাজ করতে হবে। বাজার কমিটির সদস্যদের কে বাজারের উন্নয়ন করার জন্য বাজার এর সকল ব্যবসায়ীদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন পানি নিষ্কাশন এর সমস্যা রয়েছে। এবং সকল সমস্যাগুলো সমাধান করতে হবে।
তার বক্তব্যে আরো বলেন বাজারের নতুন কমিটি করার আহ্বান জানিয়ে নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল হক মেম্বারের এর নাম প্রস্তাব করলে। এবং ব্যবসায়ীরা সমর্থন জানিয়ে তাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুল আজিজ এর নাম প্রস্তাব করলে এবং ব্যবসায়ীরা সমর্থন জানিয়ে তাকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এবং তাদেরকে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান। পদ অধিকার বলে বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশা হোসেন বাদশাহ চৌধুরী।

এই সময় দৈনিক প্রথম সময়কে গরিবশা হোসেন বাদশাহ চৌধুরী বলেন বাজারের মূল সমস্যা দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণেএক মাত্র ১২০০ ফুট লম্বা ড্রেনটি কাদা ও বর্জ্য মিলে কয়েক ফুট উঁচু স্তর জমেছে, যা পানি নিষ্কাশনে ব্যাপক বাধার সৃষ্টি করছে। এক অর্থে পুরো পানি নিষ্কাশন ব্যবস্থাই অকেজো হয়ে পড়েছে । তাই গত কয়েক মাস আগে প্রায় ৫০০ ফুট ড্রেন সংস্কার করে হারুন চৌধুরী জমিনের পাশে দিয়ে অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের জায়গা করে দিয়েছিল। কিন্তু সে খান দিয়ে জমির মালিক হারুন চৌধুরী পানি যাওয়ার একমাত্র জায়গায় টি বন্ধ করে দেন। এতে করে এক টুখানি বৃষ্টি হলে কাঁচাবাজার টিতে হাঁটু সমান পানি হয়ে যায়। এতে সাধারণ মানুষের ও ব্যবসায়ী ভোগান্তির যেন শেষ নেই।
অপরদিকে বাজার কমিটির আলোচনা সভা শেষে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে। বাজার কমিটির ও বাজারের সকল ব্যবসায়ী দের কে নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে আবারো অস্থায়ীভাবে পানি নিষ্কাশন জায়গায় টি খুলে দেন এতে খুশি সাধারণ জনগণ ও বাজারের ব্যবসায়ীরা।