নমুনা পরীক্ষা কম হওয়ার কারণে সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে মাত্র ১ হাজার ১০৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত ৫৫ দিনের মধ্যে সর্বনিম্ন।
কভিড-১৯ পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১০ হাজার ৬৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার এই সংখ্যা গত ১৪ দিনের মধ্যে সবচেয়ে কম।
চব্বিশ ঘণ্টার হিসেবে এর আগে ২ আগস্ট দেশে শনাক্তের সংখ্যা ছিল ৮৮৬ জন। এরপর আক্রান্তের সংখ্যা কোনো দিন এগারোশ’র নিচে নামেনি।
এগারো’শ ছাড়ানো নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসেবে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন।
এর মধ্যে চব্বিশ ঘণ্টায় ৩৬ জনসহ মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ১২৯ জন মানুষের। আর ১ হাজার ৭৫৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।