ফেনীর ছাগলনাইয়ার ৫ নং মহামায়া ইউনিয়নে জাসদের কর্মীসভা অনুষ্ঠিত হয় । জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ছাগলনাইয়া উপজেলা ঘোষিত কর্মসূচির অংশহিসেবে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা নিশ্চিতের লক্ষ্যে এবং সাংগঠনিক কর্মসূচি গতিশীল করতে এই কর্মীসভার আয়োজন করা হয়। আজ রবিবার (২৭সেপ্টেম্বর) সকাল ১০:৩০ মিনিটের সময় মহামায়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হান্নান এর সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ,ছাগলনাইয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযুদ্ধা জনাব আব্দুল হাই মেম্বার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ,জনাব রেজাউল করিম সরকার সোহাগ , ফেনী জেলা জাসদের সহ সভাপতি মোঃ নুরুল আমিন।ছাগলনাইয়া উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃছলিম উল্ল্যাহ ভুঁইয়া,ফেনী জেলা শ্রমিক জোটের সভাপতি, মোঃ সাহাবুদ্দিন ছাগলনাইয়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ভূঁইয়া, উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা জাসদের দপ্তর সম্পাদক ,হেলাল উদ্দিন ভূঁইয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবুল বাশার কর্মীসভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন মহামায়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ,কাজী সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা , ইউনিয়ন, কর্মজীবী নারী ও ওয়ার্ড নেতৃবৃন্দ।