চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে দুবাইফেরত বাংলাদেশ বিমানের এক যাত্রীর কাছ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন সাড়ে নয় কেজির মতো বলে জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে এনামুল কবির (৩৫) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে এই স্বর্ণগুলো উদ্ধার করে শুল্ক বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকতারা।
আটক এনামুলের বাড়ি কক্সবাজারে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এক যাত্রীর কাছে স্বর্ণের বার আছে এমন তথ্যে অভিযান চালায়।
বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে দুবাই ফেরত যাত্রী এনামুলের দেহ তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যা ওজনে প্রায় সাড়ে নয় কেজির মতো।