রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনি বিষক্রিয়া থেকে কিছুটা সুস্থ হওয়ার পর জার্মানির একটি ম্যাগাজিনকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই তার সন্দেহ হচ্ছে।
২০ আগস্ট সাইবেরিয়ার শহর তমস্ক থেকে রাজধানী মস্কোতে ফিরে আসার সময় বিমানের মধ্যে ৪৪ বছর বয়সী নাভালনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্ক নামে আরেকটি শহরে অবতরণ করে বিমানটি। বিমানের ভেতরে ধারণ করা একটি ভিডিও ফুটেজে উচ্চ আওয়াজে গোঙানির শব্দ শোনা গেছে। বিমানের জানালা দিয়ে আরেকটি ফুটেজে দেখা যায়, ওমস্কের বিমানবন্দরে একটি স্ট্রেচারে করে অপেক্ষারত একটি অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে নাভালনিকে। এরপর দ্রুত তাকে জার্মানি পাঠানো হয়।
‘আমার বিশ্বাস এই অপরাধের পেছনে পুতিনই রয়েছেন,’ ডের স্পিগেলের কাছে নাভালনির মন্তব্য, ‘ঘটনার অন্য কোনো ধারণা আমার কাছে নেই।’
নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ওঠার পর রাশিয়া দাবি করে আসছে, এমন কিছুর সঙ্গে প্রশাসন জড়িত নয়।
সেই মুহূর্তের কথা মনে করে নাভালনি বলেন, ‘আপনি কোনো ব্যথা অনুভব করবেন না। কিন্তু জানবেন যে মরে যাচ্ছেন।’
ম্যাগাজিনটির অফিসে সাক্ষাৎকার দেয়ার সময় নাভালনির সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন। কোথাও একা ছাড়া হচ্ছে না তাকে।
জার্মানির চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত তিনটি দেশের ল্যাবরেটরি টেস্টে নাভালনির শরীরে বিষের উপস্থিতি পাওয়া যায়।