1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঘাতক বন্ধুর হাতে বন্ধু খুন!!জন্মের ২৪ ঘন্টা পূর্বেই বাবা হারালেন শিশু আব্দুল্লাহ / দৈনিক প্রথম সময

বিশেষ প্রতিনিধি বগুড়ার
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
বগুড়ার শেরপুরে ঘাতক বন্ধুর হাতে বন্ধু খুন জন্মের ২৪ ঘন্টা পূর্বেই বাবা হারালেন শিশু আব্দুল্লাহ। বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা এলাকায় ধান ক্ষেত থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। নিহত ব্যাক্তি জেলার ধুনট উপজেলার বিশ্বহরি গ্রামের মোজদার হোসেনের ছেলে ইজিবাইক চালক মিনহাজ (২২) বলে নিশ্চিত হওয়া গেছে। অদ্য ( ১ লা অক্টোবর ২০২০) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ইজিবাইক চালক মিনহাজের এই লাশ উদ্ধার এবং এ ঘটনায় খুনি, বন্ধু ফজলে রাব্বি (২৫) কে আটক করা হয়েছে। আটক ফজলে রাব্বি পাশ্ববর্তী বোয়ালগাছা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান এর সাথে কথা বলে জানা যায় একই উপজেলার মথুরাপুর ইউনিয়নের এই দুই গ্রাম পাশাপাশি হওয়ায় নিহত মিনহাজ এবং খুনি ফজলে রাব্বি একে অপরের খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু ছিল, যার কারণে একে অপর অনেক অপকর্মের স্বাক্ষি। এরই ধারাবাহিকতায় নিহত মিনহাজের মোবাইল ফোনে কোনো এক নারীর সঙ্গে খুনি রাব্বির অন্তরঙ্গ মূহুর্ত্তের ভিডিও ধারণ করা ছিল, যা দিয়ে নিহত মিনহাজ খুনি রাব্বিকে ব্লাক মেইল করতো এবং এই ঘটনাকে কেন্দ্র করে তৈরী হয় দুই জনের বিরোধ । খুনি ফজলে রাব্বি ছিল বিবাহিত কিন্তু বেকার। তার টাকার প্রয়োজন ও বিরোধের জের ধরে সে মিনহাজকে হত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক গত (২৭ সেপ্টেম্বর ২০২০) তারিখে শেরপুর শেরুয়া বটতলার সুমনের অটোরিকশা মেরামতের দোকানে এসে একটি পুরাতন অটোরিকশা বিক্রয় করলে তারা কিনবে কিনা তা জানতে চায়। সুমন কিনতে চাইলে রাব্বি চলে যায় এবং মিনহাজকে খুন করে তার অটোরিকসা বিক্রির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রাব্বি (২৯ সেপ্টেম্বর ২০২০) তারিখ দুপুরে বিশ্বহরিগাছা বাজার থেকে ঘুমের ট্যাবলেট কিনে। এরপর বিকেলে তার মোবাইল থেকে সিম খুলে মোবাইল বন্ধ করে যাতে মোবাইল ট্র্যাকিং করে তাকে ধরা না যায়। এরপর বিকেল সাড়ে টার দিকে ধুনটে এক ঔষধের দোকানদারের মোবাইল থেকে মিনহাজকে ডেকে নেয়। তারপর বিভিন্ন এলাকা ঘুরে রাত ৮টায় শেরপুরের জোরগাছা এলাকায় পৌছে। সেখানে দোকান থেকে কোমল পানীয় স্পীড কিনে। পরিকল্পনা অনুযায়ী একজনের বাড়িতে অটোরিকশা রেখে ধান ক্ষেতের ভিতর দিয়ে মাঠের অন্য প্রান্তে যাওয়ার কথা বলে। এক পর্যায়ে সে মিনহাজকে ঘুমের ট্যাবলেট মিশানো স্পীড খাওয়ায়। এরপর ক্ষেতের আইলে দশ মিনিট বসে থাকে যাতে মিনহাজ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। যখন মিনহাজ ঘুমে টলানো শুরু করে তখন রাব্বি আচমকা তাকে চাকু দিয়ে আঘাত করে। মিনহাজ চিৎকার করলে রাব্বি ডান হাত দিয়ে তার মুখ চেপে ধরে। মিনহাজ রাব্বির আঙুলে কামড় দেয়। রাব্বি তখন চাকু দিয়ে মিনহাজের মুখে এলোপাথাড়ি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে রাব্বি চাকু এবং মিনহাজের মোবাইল ঘটনাস্থলের পাশে ফেলে দিয়ে অটোরিকসার কাছে আসে এবং অটোরিকশা নিয়ে শেরপুর বটতলা সুমনের দোকানে আসে। রাতে সুমন অটোরিকশা কিনতে অস্বীকার করায় সে সুমনের দোকানে কর্মরত মিরাজকে সাথে নিয়ে বিভিন্ন ভাবে অটোরিকশা বিক্রির চেষ্টা করে। বিক্রি না হওয়ায় অটোরিকশাটি ধুনট থানার আওলাকান্দির একটি নির্জনস্থানে ফেলে রাব্বি শেরপুর হাসপাতালে ভর্তি হয়। পরদিন সকালে রাব্বি ৯৯৯ এ ফোন দিয়ে সে এবং অটোরিকশা চালক মিনহাজ ছিনতাই এর কবলে পড়েছিল এবং মিনহাজকে তার পূর্ব পরিচিত শত্রুরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করে। তার এ রকম অভিযোগ তদন্ত করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মোঃ গাজিউর রহমানের নেতৃত্বে শেরপুর এবং ধুনট থানা পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করে। পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নির্দেশে রাব্বিকে নিয়ে শেরপুর সার্কেল অফিসার ঘটনাস্থলে যায়। রাব্বির কথাবার্তা অসংলগ্ন মনে হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে রাব্বি মিনহাজকে হত্যা করে লাশ জোড়গাছার ধানের ক্ষেতে ফেলে রাখার কথা স্বীকার করে। তাকে নিয়ে পুলিশ সুপার বগুড়া জনাব মোঃ আলী আশরাফ বিপিএম (বার) মহোদয়ের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মোঃ গাজিউর রহমান শেরপুর থানার ফোর্সের সহায়তায় উপস্থিত হাজার হাজার লোক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে আসামী রাব্বির দেখানোমতে আজ বেলা ১২ টার দিকে শেরপুরের জোড়গাছা ধান ক্ষেত থেকে মিনহাজের মৃত দেহ উদ্ধার করে। লাশ পোস্ট মর্টেম এর জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আটককৃত রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) উপস্থিত বিপুল সংখ্যক জনতার উদ্দেশ্যে বলেন, এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা দাঁড়িয়ে আছেন ঘটনাটা আসলে কি ঘটেছিল সেটা জানার জন্য। প্রকৃত ঘটনা হচ্ছে খুনি রাব্বি অনার্স পড়ুয়া একজন ছাত্র এবং বিবাহিত ছিল, তার কোনো আয় রোজগার ছিলোনা, বন্ধুকে খুন করে তার অটো ছিনতাই করাই ছিল উদ্দেশ্য। তিনি আরও বলেন শুধু আপনার সন্তানকে নিরাপদ রাখলেই আপনার সন্তান নিরাপদ নয়,অন্যেরও সন্তানের নিরাপদ নিয়েও ভাবতে হবে। আপনার সন্তান যাদের সাথে মেলামেশা করছে তারাও নিরাপদ কিনা সে দিকেও নজর রাখতে হবে। একবার ভাবুন এই খুনি রাব্বির যদি কোন ছেলে-মেয়ে থেকে থাকে তারা এখন কোন পরিচয়ে বড় হবে। বড় হয়ে তাদেরকে শুনতে হবে তাদের বাবা একজন খুনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD