আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার উপযোগী করে দলকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশ নেতাকর্মীর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জাতীয় পার্টি আলাদা ব্র্যান্ডিং রাজনৈতিক দল বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।
জিএম কাদের বলেন, ‘দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগ যেমন পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বড় বড় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে প্রশংসিত হয়েছে, তেমনি খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে সমালোচিতও হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির শাসনামলে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও টেন্ডারবাজি ছিল না। জাতীয় পার্টির শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল না। তাই নতুন প্রজন্মের সামনে জাতীয় পার্টি একটি আদর্শ রাজনৈতিক শক্তি।’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে অভিযোগ করে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘সরকার দেশের বাজার পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। পেঁয়াজসহ সব ধরনের পণ্যের দামই এখন নিয়ন্ত্রণের বাইরে। বাজারে পণ্যের দাম বাড়লে খুচরা বাজারের ছোট ছোট ব্যবসায়ীদের জেল-জরিমানা করা হয়। কিন্তু, গুটিকয়েক বড় ব্যবসায়ীই এই বাজার নিয়ন্ত্রণ করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘রাষ্ট্রক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর দেখতে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।’
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ স্বপনের পরিচালনায় সভায় আরও অনেকে বক্তব্য দেন।