নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এসব ধর্ষণে জড়িত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আমাদের দাবি দ্রুত ধর্ষণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাবির যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ।