অসহায় মানুষের মাঝে মিশে আছেন তিনিই দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহাম্মদ।
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
বিশিষ্ট সামাজ সেবক, শিল্পপতি ও দানবীর আলহাজ্ব গণি আহাম্মদ। নিজের শ্রম, মেধা, উদার মানবিকতা, বিচক্ষণ রাজনৈতিক চিন্তাশক্তি, তুখোড় দেশ প্রেম ও বঙ্গবন্ধুর আদর্শে যিনি দেশের মাটি ও মানুষের মাঝে মিশে আছেন তিনিই দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহাম্মদ।
১৯৮৩ সাল থেকে শ্রদ্ধেয় হাজী মনির আহাম্মদের আদর্শে মানব সেবা করে যাচ্ছেন।দিনদিন এই মানব সেবার পরিধি বাড়তে থাকে।
গণি আহাম্মদ ফেনী জেলার ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের আমির উদ্দিন মাস্টার বাড়ীর কৃর্তি সন্তান।সততা আদর্শ ও মানবসেবা তার ব্যবসা হয়ে উঠে জিরো থেকে হিরো।
করোনাভাইরাস যখন মানুষ অভাব অনটনে কষাকষি তখন আলহাজ্ব গণি আহাম্মদ ঢাকা থেকে অসহায় মানুষের পাশে থাকেন।ছাগলনাইয়া বাসীর কথা চিন্তা করে সরকারি হাসপাতালে দিয়েছেন ৮টি অক্সিজেন সিলেণ্ডার। এই মানবসেবা এখনো চলমান রেখেছেন।
ছাগলনাইয়া দক্ষিণ অঞ্চলের শিক্ষার কথা ভেবে তিনি প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন। হয়েছেন অনেক প্রতিষ্ঠানের দাতা সদস্য। জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়ে অত্র স্কুলকে করেছেন আধুনিক ও মডেল।
ইসলামী শিক্ষা গুরুপ্ত দিয়েছেন তিনি। গঠন করেছেন নিজে মাদ্রাসা। আজীবন সভাপতি করৈয়া মদীনাতুল মাদ্রাসার, ঘোপাল পাতাল পুকুর মাদ্রাসা, দরগাপুর ইসলামিয়া মাদ্রাসা সহ দেশের বিভিন্ন জায়গায় ওনি অনুদান প্রদান করেন।
নারীদের ইসলামী জ্ঞান অর্জনের জন্য রেখে যাচ্ছেন ভূমিকা। নিজের মায়ের নামে তৈরি করেন আশ্রাফুল নিছা মহিলা মাদ্রাসা। যার সম্পন্ন খরচ এই মহান ব্যক্তি বহন করেন।
সরাসরি রাজনীতি নেতা না হলেও আদর্শে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু র জন্য পাগল এই মহান নেতা।ছাগলনাইয়া থানায় আওয়ামীলীগ জন্য অনেক কাজ অতিতে করেছেন এখনো করে যাচ্ছেন।তিনি বলেন রাজনীতিতে আমার চাওয়াপাওয়া নেই। তবে বঙ্গবন্ধু কে ভালবাসি যতদিন বাঁচি এই ভালবাসা জীবিত রাখবো।
এই মাহান মানব তার পারিবারিক জীবনে দুই কন্যা সন্তানের জনক।দুই মেয়ে বিবাহ দিয়েছেন। আলহাজ্ব গনি আহাম্মদ বলেন মৃত্যু আগ পর্যন্ত মানব সেবা করে যাবো।