ছাগলনাইয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত / দৈনিক প্রথম সময়
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ :
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
ফেনী ছাগলনাইয়া উপজেলা পরিষদের সভা কক্ষে আজ বুধবার (১৪ অক্টোবর) আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় মাদকদ্রব্য বিক্রয় সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ বাল্যবিবাহ, অবৈধ গ্যাস বিচ্ছিন্ন, রাস্তা ঘাট মেরামত, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলায় নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আক্তার এমপি।বিশেষ অতিথি ছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম, অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ।ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান এনামুল হক মজুমদার,মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা ও ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফাসহ উপজেলা প্রশাসন, পুলিশ , বিজিবি, ডাক্তার , শিক্ষক , ফায়ার সার্ভিস, পিডিবি, বিআরডিবি, সাংবাদিকসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।