ছাগলনাইয়ায় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন / দৈনিক প্রথম সময়
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
ফেনীর ছাগলনাইয়ায় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ অক্টোবর) আজ শুক্রবার সকালে ফলক উম্মোচন করে নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন ফেনী -১আসনের সংসদ সদস্য শিরীন আখতার। এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি হাজ্বী মোহসিন আলীর সভাপতিত্বে ও প্রভাষক মোর্শেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ শিরীন আখতার। এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেজবাহ্ উদ্দীন আহাম্মেদ,স্থানীয় ইউপি চেয়ারম্যান এফ.এম আজিজুল হক মানিক,শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম,উপজেলা জাসদের সভাপতি আবদুল হাই ও স্থানিয় ইউপি সদস্য জিয়া উদ্দীন শিমুল।উল্লেখ্য ১৮৯০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নব-নির্মিত ভবনটি শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ১কোটি২৭ লাখ টাকা ব্যায়ে নির্মিত হয়।