মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ এর প্রতিবাদে শুভপুর যুবলীগের সভাপতি লিটনের সংবাদ সম্মেলন / দৈনিক প্রথম সময়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লিটনের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা, অনলাইন ও ফেসবুকে অপপ্রচার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় করৈয়া বাজারে শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ও এলাকাবাসীর ব্যানারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগ নেতা সিরাজুল ইসলাম লিটন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি প্যানেল চেয়ারম্যান মাষ্টার আবুল কালাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন মেম্বার, সাধারণ সম্পাদক নুর ইসলাম মেম্বার, দক্ষিণ মন্দিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলামসহ ইউনিয়ণ, ওয়ার্ড, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিরাজুল ইসলাম লিটনের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য হুবহু তুলে ধরা হলো।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসলামুআলাইকুম, গত ৭ অক্টোবর ২০২০ ফেনী দৈনিক সমকাল পত্রিকায় “ছাগলনাইয়ায় যুবলীগ নেতা লিটনের অত্যাচারে বাড়িছাড়া একাধিক পরিবার” শীর্ষক শিরোনামে প্রকাশিত মিথ্যা বানোয়াট সংবাদ এবং ফেসবুকে মোশারফ খাঁন ও বিএনপির মোশারফ মেম্বারের আইডি থেকে প্রচারিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বিধায় আমি উক্ত সংবাদের বিরোধীতা করে অদ্য ২২/১০/২০২০ ইং উক্ত বিষয়ে সাংবাদিক সম্মেলন আহবান করছি।
* আমি বিল্লাল হোসেন বেলালগংদের জায়গা দখল করে রেখেছি এটি সত্য নয়। করৈয়া বাজারে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গঠন করে একটি অফিস কক্ষ ভাড়া নেয়। যাহা নিয়মিত বিদ্যুৎ বিল এবং ভাড়া পরিশোধ করে আসতেছে। প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও হুমকি ধমকির অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। ঐ কুচক্রি মহলটি আমার জনপ্রিয়তায় র্ই্শাণি¦ত হয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্য করার জন্য কল্পকাহিনী সাজিয়েছে।
১০ নং ঘোপাল ইউনিয়নের বিএনপি সমর্থিত ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোশারফ হোসেনকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগটি ও সম্পূর্ন মিথ্যা বানোয়াট। শুভপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিমকে পিটিয়ে আহত করার সংবাদটি সত্য নয়। উল্টো সেলিম ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলুকে ইট দিয়ে মারধর করার সময় সেলিমকে আমি নিষেধ করেছি। আমি সিরাজুল ইসলাম লিটন, পিতা- মরহুম কবির আহাম্মদ, সাং- দক্ষিণ কুহুমা, ডাকঘর: করৈয়া বাজার, উপজেলা- ছাগলনাইয়া, জেলা- ফেনী।
আমি দক্ষিণ কুহুমা মৌজার ৬নং খতিয়ানের দাগ নং- ৭৭২, ৭৭৩ দাগের প্রায় ৩ শতক জায়গা জাহেদা বেগম, আনোয়ারা বেগম, ছুট্টু মিয়া গং থেকে বায়না সূত্রে মালিক ও দখলদার হই। আমি আমার একই গ্রামের মরহুম আবদুল করিমের পুত্র বিল্লাল হোসেন বেলাল, মোশারফ হোসেনগংদের কাছে ঐ প্রায় ০৩ শতাংশ ভূমি বিক্রির উদ্দ্যেশে বায়না করি। আমি প্রয়োজনে বায়নাপত্র দেখাতে পারবো।
৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট বর্তমানে নির্মীত ০৩ তলা ভবনের নিচ তলায় উত্তর দক্ষিণে দৈর্ঘ্য ১৬ ফুট ০৬ ইঞ্চি, পূর্ব পশ্চিমে প্রস্থে ১৩ ফুট ০৬ ইঞ্চি, উচ্চতা ১০ ফুট, দুই সাটার বিশিষ্ট দক্ষিণ মুখি পূর্বাংশের দোকান ঘরসহ আমাকে সাফ কবলা দলিলের মাধ্যমে রেজিষ্ট্রি করিয়া দিব মর্মে অত্র বায়না পত্র সম্পাদনের মাধ্যমে দোকানগৃহের দখলগসহ আমাকে বুঝাইয়া দেন তারা। ওসির কাছে আমার বিরুদ্ধে দরখাস্ত দেওয়ার বিষয়ে আমি কিছুই জানিনা। উপরোক্ত অভিযোগ গুলোকে কেন্দ্র করে এসআই নাঈম আমাকে ছাগলনাইয়া থানায় ২ দিন আটক করে রাখার বিষয় সত্য নয়।
আমি সকল মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা হলেন জাতির বিবেক, আমি আপনাদেরকে হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা করি। বেশ কিছুদিন ধরেই আমার মান সম্মান ও রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করতে ষড়যন্ত্র করছে একটি মহল। সম্প্রতি আমি লক্ষে করেছি কিছু মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সমাজে আমার মান সম্মান নষ্টের জন্য কিছু সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।
আমার বিরুদ্ধে সমকালসহ বিভিন্ন পত্রিকা, অনলাইন এবং ফেসবুকে মিথ্যা এবং মানহানিকর সংবাদ পরিবেশন করায় আমি এইরূপ সংবাদ পরিবেশনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে চেষ্টা করিব।