বগুড়ার শেরপুর স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীসহ ৩জন কে আটক করেছে শেরপুর থানা পুলিশ। বিবাহিত জীবনের ৪ বছরের সুখের সংসারে কাল হয়ে দাঁড়ালো যোগাযোগ মাধ্যম মোবাইল ফোনের মেসেঞ্জার। গত এক বছর যাবত মেসেঞ্জারের মাধ্যমে তাদের পরিচয় । পরিচয় থেকেই সিমা আক্তার ও একরামুল ইসলামের শুরু হয় পরকিয়া প্রেমের সম্পর্ক । সরেজমিনে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মোঃ আব্দুস সালাম সরকারের মেয়ে মোছাঃ সিমা আক্তার (২২) এর সাথে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া রহমতপুর এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৯) এর সাথে ৪ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তাদের সুখের সংসার ভালোই চলছিল। তাদের সুখের সংসারের মাঝে কাল হয়ে দাঁড়ালো মোবাইল ফোনের ফেসবুক মেসেঞ্জার। এই মোবাইল মেসেঞ্জারে গত ১ বছর যাবত মোছাঃ সিমা আক্তার (২২) এর সাথে একই এলাকার একরামুল হোসেন (২৫) এর সাথে চ্যাটিংয়ের মাধ্যমে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। মোঃ একরামুল হোসেন শাহ-বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার মোঃ রঞ্জুর ছেলে বলে জানা গেছে। শাহ-বন্দেগী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউ,পি সদস্য মোঃ সানোয়ার হোসেন এবং খানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউ,পি সদস্য মোঃ ওমর আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শেরপুর থানা পুলিশকে এহেন ঘটনার কথা জানান। এই ঘটনার সংবাদ পেয়ে শেরপুর থানার শাহ-বন্দেগী ইউনিয়নে দায়িত্বরত এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনার স্থলে পৌছেন এবং স্বামী-স্ত্রীসহ ৩জনকে আটক করে শেরপুর থানায় নিয়ে আসেন।