ফেনীর ছাগলনাইয়া থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ অনুষ্ঠিত হয়। “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং সভায় ছাগলনাইয়া উপজেলার সর্বস্থরের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন পরিলক্ষিত হয়। আজ (৩১ আক্টবল) সকাল ১১.০০ ঘটিকার সময় অত্র থানা হইতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি পরবর্তীতে অত্র থানা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব বদরুদ্দোজা ভূইয়া তারেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ছাগলনাইয়া থানা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক নিজাম মজুমদার, ছাগলনাইয়া পৌর সভার মেয়র মোহাম্মদ মোস্তফা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবদুল হাই, পাঠাননগর ইউপি পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক শেখ কামাল,সাংবাদিক এবিএম নিজাম, সাংবাদিক মোঃ আব্দুল আওয়াল,বঙ্গবন্ধু ব্লাড ব্যাংকের সাধারণ এনায়েত উল্লাহ সাহেব সহ আরো অনেকে।