ফেনী জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে গত রবিবার সভাটি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটস সভাপতি ও জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। সভায় ২০২০-২০২৩ সেশনের রোভার স্কাউটস এর নির্বাহী কমিটির মনোনীত পদ ব্যতিত অন্যান্য পদে প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল কমিশনার পদে পুন:নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ পদে ফেনী সরকারী কলেজের সহযোগি অধ্যাপক জয়নাল আবদীন, সম্পাদক পদে রামপুর নাসির মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ একেএম মুজিবুর রহমান ও যুগ্ম-সম্পাদক পদে ফেনী সরকারী কলেজের প্রভাষক আহমদ আলী নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে সরকারী জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা বেগম, সোনাগাজী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহীউদ্দিন চৌধুরী, ফেনী পলিটেকনকি ইনস্টিটিউট অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমেদ, রাজাপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মমিনুল হক নির্বাচিত হন। গ্রুপ সভাপতি প্রতিনিধি হয়েছেন হাজী মনির আহমদ ডিগ্রি কলেজ অধ্যক্ষ তমাল কান্তি পাল ও বক্তারমুন্সী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো: নুরুল আফছার ফারুকী। সভায় জেলা রোভার স্কাউটস কার্যক্রম গতিশীল করার পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে রোভার অঞ্চলের পরিচালকসহ ফেনী জেলার বিভিন্ন কলেজ, ইনস্টিটিউট ও মাদরাসার অধ্যক্ষ ও আরএসএলগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: ওয়হিদুজজামান রোভার স্কাউটস কার্যক্রম আরও গতিশীল করতে সবার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২টি ইউনিট চালু করার আহবান জানান।