ফেইসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার আসছে, যার মাধ্যমে সাতদিন পর মেসেজ অদৃশ্য হয়ে যাবে।
ফেইসবুকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটিং করতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন।’
ফেইসবুক জানিয়েছে, চলতি মাসে ফিচারটি আসবে।
ফিচার আসলে একজন ব্যবহারকারী ওয়ান-টু-ওয়ান চ্যাটে এটি অন করতে পারবেন। অন থাকলে সাতদিন পর আপনা-আপনি সব চ্যাট অদৃশ্য হয়ে যাবে। আর গ্রুপের ক্ষেত্রে শুধু অ্যাডমিনরা এটি অন-অফ করে রাখতে পারবেন।
ফিচারের পক্ষে যুক্তি দিতে গিয়ে হোয়াটসঅ্যাপ বলেছে, ‘আমরা সাতদিন করেছি তার কারণ এতে ব্যবহারকারীরা মনের শান্তি পাবেন। তারা বুঝতে পারবেন চ্যাটিং স্থায়ী হচ্ছে না।’
হোয়াটসঅ্যাপ একটি বিষয়ে সতর্কও করেছে, ‘বিশ্বস্তদের সঙ্গে এই ফিচার ব্যবহার করে কথা বলা উচিত। কারণ কেউ স্ক্রিনশট রেখে দিতে পারেন।’
লকডাউনের দিনগুলোতে সাধারণ মানুষের ভেতর হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রবণতা অনেক বেড়েছে।
এখন প্রতিদিন ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মেসেজ আদান-প্রদান হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ।
খুদে বার্তা আদান-প্রদানের এই হিসাবে হোয়াটসঅ্যাপের থেকে অন্যরা অনেক পিছিয়ে। অথচ চার বছর আগেও ফেইসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের যৌথ মেসেজ সংখ্যা ছিল ৬০ বিলিয়নের মতো।
২০১৪ সালের শুরুতে হোয়াটসঅ্যাপে প্রতিদিন ৫ হাজার কোটি মেসেজ আদান-প্রদান হতো। ওই সময় তাদের ব্যবহারকারী ছিল ৫০০ মিলিয়নের কিছু কম। সেই হোয়াটসঅ্যাপের এখন ভারতেই শুধু ২ বিলিয়ন ব্যবহারকারী!