ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। (১৪ নভেম্বর) শনিবার বিকার ৫ঘটিকা ইউনিয়নের দক্ষিন বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।ছাত্রলীগের সাধারন সম্পাদক শওকত হোসেন রুবেলের সঞ্চালনায় ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দীন ফিরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দীন মজুমদার,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী,শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ,সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন রুবেল,মোতাহের হোসেন,যুগ্ম-সাধারন সম্পাদক জমির উদ্দীন বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন মিনার। এর আগে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শওকত হোসেন রুবেল।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীযুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লিটন,সাধারন সম্পাদক আজিজুর রহমান মজনু স্থানীয় ইউপি সদস্য ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন পলাশ।উল্লেখ্য উক্ত কর্মীসভায় সভাপতি পদে নয় জন এবং সাধারন সম্পাদক পদে ছয় জন প্রতিদ্বন্দি তাদের নিজ নিজ জীবন বৃন্তান্ত(সিভি) প্রদান করে।