গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশের কোন মানুষ ভূমি ও ঘরছাড়া থাকবে না। এমন নির্দেশনায় দেশের সকল জেলা উপজেলায় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধিরা সেইসব ভূমিহীনদের পুনর্বাসন কল্পে সরকারি খাস জমি খুঁজে সেসব ভূমিহীনদের কে পুনর্বাসন করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর বুধবার ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের মুহুরী নদীর কোল ঘেঁষে উত্তর বরইয়া গ্রামে সরেজমিনে গিয়ে নকশা খতিয়ান মোতাবেক খাস জমি সনাক্ত করছে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। এ সময় সাথে ছিলেন ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কুমুদ বিহারী দাস প্রমূখ।