জাতীয়তাবাদী যুবদল পল্টন থানা শাখার যুগ্ম আহ্বায়ক লিয়ন হককে খুঁজে না পাওয়ার অভিযোগ জানিয়েছে বিএনপি। অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে দলটি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন দলটির সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিবৃতিতে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে জানাচ্ছি যে, জাতীয়তাবাদী যুবদল, পল্টন থানা শাখার যুগ্ম আহ্বায়ক লিয়নকে মঙ্গলবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সহকর্মী ও পরিবারের সদস্যরা থানাসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তার সহকর্মীরা জানিয়েছেন, যুবদলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার মিছিলের পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তার পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।’
তিনি বলেন, ‘এখন সরকারবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আটকের পর তা অস্বীকার করা হচ্ছে। বিষয়টি বর্তমান সরকারের আমলে সংঘটিত গুমেরই ধারাবাহিকতা হিসেবেই ধরে নিচ্ছে ভুক্তভোগী পরিবারগুলো।’
বিএনপির অভিযোগ, এর আগেও গত ১২ নভেম্বর ২০২০ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান এবং হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান নিখোঁজ হবার পরও আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকের বিষয়টি অস্বীকার করে। পরবর্তীতে চার-পাঁচ দিন অজ্ঞাত স্থানে আটক রাখার পর তাদের থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার যুবদল খিলগাঁও থানা শাখার সভাপতি আবুল হাসনাত অনুকেও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যাওয়ার পর থেকে তারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর ৮ ঘণ্টা পর অনুকে একইদিন রাতে পল্টন থানায় হস্তান্তর করা হয়।