বগুড়া জেলা পুলিশের আয়োজনে নভেম্বর (২০২০) মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ নভেম্বর) পুলিশ লাইন অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে পূরস্কৃত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল গাজিউর রহমান। অপরাধ দমনে বিশেষ অবদান রাখা এবং নভেম্বর মাসে চৌকস কার্য সম্পাদনের জন্য তাকে এই সম্মাননা ক্রেস্ট পূরস্কার দেওয়া হয়। এছাড়াও বগুড়ায় অপরাধ দমনের জন্য বিশেষ অবদানের জন্য শিবগঞ্জ থানার ওসি সহ ২৮জন পুলিশ সদস্যকে পূরস্কৃত করা হয়েছে, এবং পুলিশ সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধাদি নিয়ে আলোচনা ও সমাধানের ব্যবস্থা করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, আল্লাহর রহমতে নভেম্বর ২০২০ মাসে বগুড়া জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছি। বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম বার স্যারসহ অন্যান্য স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আরো ভাল কাজ করার চেষ্টা অব্যাহত রাখব।