বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ফেনী জেলা শাখার নেতৃবৃন্দের সাথে নবগঠিত ছাগলনাইয়া উপজেলা,পৌর,সরকারি কলেজ ও আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় ও শুভেচ্ছা সাক্ষাৎ গত মঙ্গলবার(৮ডিসেম্বর) সন্ধ্যায় শহরের একটি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক নাদিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম নয়নের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, যুগ্ম সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু,আলমগীর হোসেন,মজুমদার রশিদ,সাইফুল ইসলাম জিকু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন।মনুরহাট আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আহবায়ক কাউসার হামিদ , সদস্য সচিব নাছির উদ্দিন রাকিব, ছাগলনাইয়া পৌর শাখার আহবায়ক ইব্রাহিম খলিল বাবলু,সদস্য সচিব কাজী ইকবাল ভুইয়া,ছাগলনাইয়া সরকারি কলেজ শাখার আহবায়ক রেজাউল করিম আসিফ, সদস্য সচিব আব্দুর রহিম সজিব,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন ও যুগ্ম আহবায়ক নাসির মোল্লা ইমন,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইব্রাহিম ফয়সাল।
মতবিনিময় সভা শেষে নবগঠিত ছাগলনাইয়া উপজেলা,পৌর,সরকারি কলেজ ও আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।