ফেনী জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। আজ বুধবার দলের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের কাছ থেকে অনুমোদিত কমিটি গ্রহণ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।দলীয় সূত্র জানায়, গত বছরের ২৬ অক্টোবর ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে এডভোকেট আকরামুজজামান ও সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন হাজারী এমপির নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান আকরামুজ্জামান। এরপর বুধবার অনুমোদিত কমিটিতে সভাপতির শূন্যপদে সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি হাফেজ আহম্মদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।