সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল। বুধবার টুইট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
২০০২ সালের আগস্টে ইংল্যান্ডের মাটিতে মাত্র ১৭ বছর ১৫৩ দিন বয়সে ইতিহাসের সবচেয়ে কম বয়সী উইকেটরক্ষকের ভূমিকায় টেস্ট অভিষেক হয়েছিল পার্থিবের। স্বপ্নটা বড় হলেও ডানা মেলতে পারেননি।
অবশেষে ২০২০ এই দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানলেন তিনি। সকাল টুইট করে তিনি লেখেন, ‘আজ, ১৮ বছরের ক্রিকেট জীবনে পর্দা টানছি। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’
‘১৭ বছর বয়স থেকেই ভারতীয় বোর্ড আমার ওপর ভরসা দেখিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ তরুণ বয়স থেকে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাহায্য করার জন্য।’ পার্থিব ধন্যবাদ জানিয়েছেন তার বাবা অজয় প্যাটেলকেও।
অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অধীনে শুরু হয় তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। দীর্ঘ ১৮ বছরে তিনি খেলেছেন ২৫টি টেস্ট, ৩৮ টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ।
শেষবার তাকে ভারতের হয়ে খেলতে দেখা যায় ২০১৮ সালের জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো শতরান না থাকলেও রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে ২৭টি।