ছাগলনাইয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিজয় দিবস । আজ বুধবার ভোরে ছাগলনাইয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাগলনাইয়া প্রেস ক্লাব, স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল গুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি আবদুল হাই ভূঁইয়া , ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মাষ্টার আবুল কালাম, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, মাজাহারুল ইসলাম মুছা, হাবিবুর রহমান হাবিব। শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী দের পুরস্কার প্রদান করা হয়