ফেনীর ছাগলনাইয়ায় শুভপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন করা হয়। আজ বিজয় দিবসের প্রথম প্রহর ঘড়ির সময় ঠিক রাত ১২ঃ০১ মিনিটে ইউনিয়ন শহীদ মিনার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় । লাখো শহীদের শ্রদ্ধাজ্ঞাপন শেষে শুভপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু উদ্যোগে শুভপুর নতুন বাজারে স্থাপিত স্মৃতি সৌধে বিজয় দিবসের প্রথম প্রহরে স্বাস্থ্যবিধি মেনে পূষ্পমাল্য অর্পন করা হয়েছে।এর আগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা শহীদ বেদীতে পূষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান মজনু,স্থানীয়,ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাশ,মোস্তাফিজুর রহমান,ফজলুর রহমান সজিব।পূষ্পমাল্য অর্পন শেষে তারা সড়কে আনন্দ মিছিল বের করে।মিছিল শেষে নতুন বাজারে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা হায়দার।এতে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।