মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় ঘোপালে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া টিপুর ব্যক্তি উদ্যোগে ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বাদ মাগরিব ইউনিয়নের পূর্বলাঙ্গলমোড়া শহীদ আলী হোসেন সড়কে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়েজ আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিও জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন স্বপন।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক ভূঁইয়া, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ভূ্ঁইয়া টিপু,ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম,সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম ভূ্ঁইয়া সবুজ।এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল বীর শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে এবং যারা বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন লাঙ্গলমোড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক।এসময় ইউনিয়নের অাওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।