ফেনীর মহিপালে ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকা থেকে ৪৯ বোতল ফেন্সিডিলসহ বেলায়েত হোসেন সোহাগ (৩৮) ও সাখাওয়াতকে (২৫) আটক করে র্যাব। জব্দকরা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেল।
আটক বেলায়েত হোসেন সোহাগ ফুলগাজী উপজেলার আমজাদ হাট উত্তর তারাকুচা গ্রামের নূরুল ইসলামের ছেলে ও সাখাওয়াত একই গ্রামের সাদেক মজুমদারের ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধীনায়ক সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী দৈনিক প্রথম সময়ের প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলে করে কুমিল্লা থেকে চট্রগ্রামে মাদক প্রচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শহরের মহিপাল এলাকায় অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক বিক্রেতারা। পরে র্যাব ধাওয়া করে মো. বেলায়েত হোসেন সোহাগ ও মো. সাখাওয়াতকে আটক করে।
র্যাব আরো জানায়, আটক সোহাগগের হেফাজতে থাকা পিছনে বিশেষ কৌশলে রাখা ব্যাগের ভিতর থেকে ২৫ বোতল ফেন্সিডিলের ও সাখাওয়াতের হেফাজতে থাকা মোটর সাইকেল এর পিছনে বিশেষ কৌশলে বাঁধা ব্যাগের ভিতর থেকে ২৪ বোতল ফেন্সিডিল জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ হাজার টাকা।
আটককৃত আসামীরা র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য (ফেন্সিডিল) কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ফেনী ও চট্টগ্রামসহ বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে ব্যাব জানিয়েছে।