ফেনীর ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৩ জানুয়ারী ) রবিবার সন্ধ্যায় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর মেয়র এম.মোস্তফার আয়োজনে বাজারের শেডঘরে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পৌর মেয়র এম.মোস্তফার সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ্ উদ্দীন আহমেদ। অধ্যাপক মোঃ আবদুল জলিল ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আবু আহাম্মদ মজুমদার,সাংবাদিক মোঃ শেখ কামাল,ব্যবসায়ী পেয়ার আহাম্মদ, সাদেক মজুমদার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার। বিশেষ করে বাজারের কিছু দোকানপাটে চুরি সংঘঠিত হওয়াসহ আইনশৃঙ্খলার কিছু অবনতি ঘটার পরিপ্রেক্ষিতে মালিক ও ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।বক্তারা চুরি ডাকতিরোধে বিভিন্ন সচেতনতামূলক এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।