মঙ্গলবার (১৯ জানুয়ারী) ছিল ফেনী প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক স্টারলাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদের জন্মদিন।
প্রেসক্লাব’র নির্বাহী সদস্য ও কার্ডিয়াক হসপিটালের ভাইস চেয়ারম্যান তোফায়েল ইসলাম মিলনের আয়োজনে কেক কেটে জসিম মাহমুদের জন্মদিন পালন করা হয়। দৈনিক সমকাল ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ও স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, মাসিক শব্দ সম্পাদক ও কবি সাহিত্যিক মুহাম্মদ ইকবাল চৌধুরী, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার সম্পাদক এবিএম নিজাম উদ্দীন, প্রচার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক কামরুল হাসান, সময়ের গর্জন সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফুর রহমান, এফ আই ফিরোজী ও নির্ভীক ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যবৃন্দ।
নির্ভীক ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা জসিম মাহমুদ এর জন্মদিন উপলক্ষ্যে সদস্যবৃন্দরাও কেক কেটে জন্মদিন পালনে অংশগ্রহন করেন।