সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স’ বিরোধী বিট পুলিশিং সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে।
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা মাহমুদনগর ইউনিয়নের মাকরকোল(করিমগন্জ) হাট খোলা প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমানের সভাপতিত্বে,গতকাল ২২ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ পুলিশের আই জিপির নির্দেশনায় টাঙ্গাইল পুলিশ সুপারের নেতৃত্বে ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগীতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সমাবেশে অংশ নেওয়ারা
ধর্ষণ ও নারী নির্যাতন, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স’ বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।বিট পুলিশের সমাবেশে বক্তারা বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণ,নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে ।
সমাবেশে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক(অপস) সাদিকুর রহমান,উপ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম,সহকারী উপ পরিদর্শক মোঃ আব্দুল(মোন্নাফ) ও আবু সায়েম।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন,সেক্রেটারি বাদশা মিয়া ও বাজার কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সরকার প্রমুখ