ফেনীর পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ বুধবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ঘোষিত ইশতেয়ারে তিনি নির্বাচিত হলে ফেনী পৌরসভাকে একটি আধুনিক, মডেল পৌরসভায় রূপান্তরের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় ও পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহাম্মদ, মাষ্টার আলী হায়দার, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ উল্যাহ খোন্দকার, গণমাধ্যম কর্মী ও জনপ্রতিধিরা উপস্থিত ছিলেন।
স্বপন মিয়াজী ইশতেহারের শুরুতে তাকে মেয়র পদে নির্বাচন করার সুযোগ দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভার, ফতেহপুর ওভারপাস নির্মাণ, সোনাগাজীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পনগরী, জেলায় শতভাগ বিদ্যুতায়ন ও রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় অবকাঠামোর ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, মেয়র থাকাকালে নিজাম উদ্দিন হাজারী ফেনী পৌরসভাকে আধুনিক ও নান্দনিক রূপে গঠনের জন্য রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেন নির্মাণ, শহরের সৌন্দর্য বর্ধনে খেজুর, দোয়েল চত্তর, রোড ডিভাইডার, দৃষ্টিনন্দন স্থাপনা করেছেন। বর্তমান মেয়র হাজী আলাউদ্দিনও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় পৌরসভার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার কথা বলেন।
স্বপন মিয়াজী গণসংযোগে নৌকার পক্ষে পৌরবাসীর অভ‚তপূর্ণ গণজোয়ার, আবেগ উচ্ছস দেখে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে জানান তিনি।