বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতিক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৬৬৯ এবং নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি সাবেক মেয়র ধানের শীষ প্রতিকে ৫১৮৮ ভোট আর বতর্মান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল জগ প্রতিকে পেয়েছেন ৬৩৫ ভোট।
(৩০ জানুয়ারি ২০২১) শনিবার এই পৌরসভার ৯টি ওয়ার্ডে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয় আর শেষ হয় বিকাল ৪টায়। ভোট গ্রহণের শুরু থেকেই সবকটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এছাড়াও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।